কালিয়াকৈরে এবার গরম ভাতের মাড় ঢেলে স্ত্রীকে ঝলসে দেওয়ার অভিযোগ - Meghna News 24bd

সর্বশেষ

.com/img/a/

Wednesday, May 18, 2022

demo-image

কালিয়াকৈরে এবার গরম ভাতের মাড় ঢেলে স্ত্রীকে ঝলসে দেওয়ার অভিযোগ

 

received_716893192793482~3

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে এবার স্বামী-শাশুড়ির বিরুদ্ধে গরম ভাতের মাড় ঢেলে গৃহবধুকে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার দুপুরে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত হলেন- কালিয়াকৈর উপজেলার নামাশুলাই এলাকার রুবেল মিয়ার স্ত্রী শাহিদা আক্তার (২২)।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ বছর পূর্বে কালিয়াকৈর উপজেলার টালাবহ এলাকার সাইজ উদ্দিনের মেয়ে শাহিদা আক্তারের সঙ্গে সামাজিক ভাবে একই উপজেলার নামাশুলাই এলাকার নিগুম বাদশার ছেলে রুবেল মিয়ার বিয়ে হয়। তাদের সংসার জীবনে রাকিবুল ইসলাম সাদিত নামে তিন বছরের এক ছেলে সন্তান আছে। কিন্তু ছেলে জন্ম নেওয়ার পর থেকে টাকা-পয়সাসহ বিভিন্ন যৌতুকের দাবী করে শাহিদাকে বিভিন্ন সময় তার স্বামী ও শ^শুর-শাশুড়ি নির্যাতন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দুপুরে তাকে বাবার বাড়ি থেকে ৩ হাজার টাকা এনে দিতে বলেন স্বামী রুবেল। এতে অস্বীকার করলে তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায় স্বামী রুবেল ও শাশুড়ি রমিছা বেগম ভাত রান্না অবস্থায় গরম ভাতসহ ভাতের মাড় শাহিদার শরীরে ছুড়ে দেয়। এতে তার বাম হাত, কান, পিটসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। খবর পেয়ে তার বাবার বাড়ির লোকজন নামাশুলাই এলাকায় গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে গতকাল বুধবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়। কিন্তু বাবা-মায়ের অর্থ অভাবে ঢাকা নিয়ে তার উন্নত চিকিৎসা হচ্ছে না। এ ঘটনায় শাহিদার বাবা সাইজ উদ্দিন বাদী হয়ে বুধবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত গৃহবধু শাহিদা বলেন, বিয়ের পর বিভিন্ন সময় বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন আমার স্বামী রুবেল। টাকা-পয়সা না দিলে তিনিসহ শশুর-শাশুড়ি বিভিন্ন সময় নির্যাতন করতেন। সর্বশেষ মঙ্গলবারও তিনি আমাকে ৩ হাজার টাকা এনে দিতে বলেন। আমি অস্বীকার করলে রুবেল ও শাশুড়ি ভাত রান্না অবস্থায় আমার শরীরে গরম ভাতসহ ভাতের মাড় ঢেলে দেয়। 

যৌতুক চাওয়ার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত স্বামী রুবেল জানান, আমাদের শিশু সন্তানকে মারধর করলে আমি আমার স্ত্রীকে শাসন করতে যাই। এসময় রান্নারত গরম ভাত হঠাৎ তার শরীরে গিয়ে পড়ে।   

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ  জানান, গরম ভাতের মাড় ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে।

Post Bottom Ad

Pages

undefined