নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীতাবাদী দল (বিএনপি)-র ঢাকা জেলা সভাপতি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশে, আশুলিয়া থানা বিএনপির সভাপতি জনাব আজগর হোসেন ও সাধারন সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়ার স্বাক্ষরিত প্যাডে। গত ১১/৪/২২ ইং তারিখে ধামসোনা ইউনিয়ন বিএনপি'র ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। ধামসোনা কমিটির সভাপতি মোখলেসুর রহমান খান ইলিয়াস শাহী, সাধারণ সম্পাদক ডা: আসাদুল্লাহ আহমেদ দুলাল, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান সহ প্রমুখ নেতৃব্ন্দ কমিটিতে স্থান পেয়েছেন।
নব্য কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যাক্ত করেন আগামী দিনে দলের গুরুত্বপূর্ণ সিন্ধান্ত বাস্তবায়নে তারা কার্যকরী ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য গতকাল তারা তাদের কমিটি গঠনের বিষয়টি সমাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি প্রকাশ করে।