আমিন বাজারে ঈদগাহ মাঠের বেদখল জমি উদ্ধার করলো চেয়ারম্যান রকিব আহমেদ - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, May 24, 2022

আমিন বাজারে ঈদগাহ মাঠের বেদখল জমি উদ্ধার করলো চেয়ারম্যান রকিব আহমেদ

 


সাভার প্রতিনিধি :

সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নে  ঈদগাহ মাঠের বেদখলকৃত জমি উদ্ধার কার্যক্রম শুরু করেছেন অত্র ইউপি চেয়ারম্যান রকিব আহমেদ।

মঙ্গলবার (২৪ মে)মঙ্গলবার বেলা ১১টায় আমিনবাজার পাঁচগাছিয়া এলাকায় জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার পাশে আমিন ঈদগাহ মাঠের দখলকৃত জমি উদ্ধারে পরিদর্শনে যান তিনি। 

সরেজমিনে গিয়ে জানা গেছে,সেখানে উক্ত মসজিদ ও মাদ্রাসার   ৮০ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে মাদ্রাসার সামনে বর্তমান ঈদগাহ মাঠের জন্য২৪ শতাংশ এবং মাদ্রাসার ভবনে রয়েছে ৭শতাংশ বাকি ঈদগাহ মাঠের ৪৯ শতাংশ জমি বেদখল করে রেখেছে সাবেক চেয়ারম্যানের লোকজন। সেই জমি উদ্ধারে আজ সকাল থেকে কার্যক্রম শুরু করেছে স্থানীয় এলাকাবাসী। জমিটি উদ্ধারে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করছেন৷ 

আমিন বাজার ইউনিয়নের পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা ঢাকা জেলা উত্তর  কৃষক লীগের  যুগ্ন আহবায়ক বসির আহমেদ বলেন, আমারা অনেক দিন যাবৎ দেখে এসেছি এই জমিটি বেদখল করে রেখেছে একটি ভুমিদস্যু চক্র। আমরা স্থানীরা  সবাই মিলে বর্তমান চেয়ারম্যান রকিব আহমেদ এর কাছে গিয়ে বিষয়টি অবগত করলে চেয়ারম্যান আজ ঘটনাস্থলে এসে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের সাথে নিয়ে  ঈদগাহ মাঠের জন্য ওয়াকফা করা  জমিটি উদ্ধারের জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করেন।

এ বিষয়ে আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদ বলেন, যে আমিন সাহেবের নামে আমাদের এই আমিবাজার ।  আমিন সাহেবের নামেই এই ঈদগাহ মাঠ। সেই আমিন সাহেব এই ঈদগাহ মাঠসহ ৮০ শতাংশ জমি দান করে গেছেন। এই জমিটা কালের বিবর্তনে বেদখল হতে চলেছে৷ তাই এলাকাবাসীর সাথে একত্রিত হয়ে আমরা জমিটি উদ্ধারে কাজ করছি। এ সময় তিনি আরোও বলেন,আমিন বাজার ইউনিয়নে খেলার কোনো মাঠ নাই,ঈদগাহ মাঠের যে জমি অবৈধ ভাবে দখল করে রাখা হয়েছে তা উদ্ধার করা হলে কিশোর,যুবক সহ আমিন বাজার ইউনিয়নের সকলস্তরের জনগন এই স্থানে খেলাধুলা করা সহ ভালো সময় কাটাতে পারবে,এতে মাদক সেবন বন্ধ হয়ে যাবে।তাই আজ বেদখল কৃত জমিটি মেপে সীমানা নির্ধারনের জন্য পিলার দিয়ে দেওয়া হচ্ছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages