খুলনায় অবৈধভাবে মজুদকৃত ৭৩ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, May 12, 2022

খুলনায় অবৈধভাবে মজুদকৃত ৭৩ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার



খুলনা প্রতিনিধি : খুলনায় অভিযান চালিয়ে তিনটি গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বৃহস্পতিবার নগরীর বড় বাজার এলাকায় জেলা প্রশাসন ও র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।

তিনি বলেন, গোপন খবরে ওই তিন প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৭৩ হাজার ৩২ লিটার সয়া‌বিন ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পামওয়েল জব্দ করা হয়।

এ সময় সোনালী এন্টারপ্রাইজের মালিক প্রদীপ সাহাকে ৩০ হাজার, সাহা ট্রেডিং এর মালিক দিলীপ সাহাকে ৯০ হাজার টাকা ও রনজিত বিশ্বাস অ্যান্ড সন্স এর মালিক অসিত বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, সরকরি নিয়মনীতি উপেক্ষা করে খুলনার ব্যবসায়ীরা তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে তাদের এই অভিযান অব্যহত থাকবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages