মৌসুমির সাথে গোপন সম্পর্কের জেরে জায়েদ খান কে চড় মেরে বিচার চাইলেন ওমর সানী - Meghna News 24bd

সর্বশেষ


Monday, June 13, 2022

মৌসুমির সাথে গোপন সম্পর্কের জেরে জায়েদ খান কে চড় মেরে বিচার চাইলেন ওমর সানী



নিজস্ব প্রতিনিধি : চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। রোববার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর শিল্পী সমিতির কর্যালয়ে উপস্থিত হয়ে এই অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি।

অভিযোগপত্রে ওমর সানি লিখেছেন, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে নানাভাবে হয়রানি ও বিরক্ত করে আসছেন। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে আসছেন।



ওমর সানির যার লিখিত অভিযোগের একটি কপি এসেছে এনটিভি অনলাইনের হাতে। সেখানে ওমর সানি দাবি করেছেন, এই অভিযোগের প্রমাণ আমার এবং আমার ছেলের কাছে আছে। তাছাড়া মুরুব্বি হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এই বিষয়ে অভিযোগ করেছি। কিন্তু কোন সমাধান হয়নি। ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সাথে দেখা হলে, এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করি। এতে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং হঠাৎ পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।



এর আগে অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে।

শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে উপস্থিত থাকা কয়েক জনের দাবির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের খবর, কয়েক দিন আগে মৌসুমীর সঙ্গে জায়েদ খান খারাপ আচরণ করেছেন। সে কারণে অনুষ্ঠানে ঢুকেই ওমর সানি সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তারপর জায়েদ এমন কাণ্ড ঘটিয়েছেন।

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages