হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে সাব-রেজিস্ট্রার অফিসের চারজন কর্মচারীকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ বদলির আদেশ দিয়েছে বাংলাদেশ সরকারের নিবন্ধন অধিদপ্তর। এতে থমথমে অবস্থা বিরাজ করছে ওই সাব-রেজিস্ট্রার অফিস।
উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস ও সেবা নিতে আসা লোকজন সূত্রে জানা গেছে, কালিয়াকৈরে মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই সাব-রেজিস্ট্রার অফিসে থমথমে অবস্থা বিরাজের সৃষ্টি হয়। কারণ হিসেবে জানা যায়, ওই অফিসের চারজন কর্মচারীকে তাৎক্ষনিক বদলির আদেশ করা হয়েছে। বাংলাদেশ সরকার নিবন্ধন অধিদপ্তর এ বদলির আদেশ করে। বিকেল সাড়ে ৪টার দিকে ওই অধিদপ্তরের মহা-পরিদর্শক শহীদুল আলম ঝিনুকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বদলি আদেশ করা হয়। বদলিকৃতদের মধ্যে দুই মোহরারগণ মাছুদ রানাকে গাজীপুরের কাপাসিয়া সাব-রেজিস্ট্রার অফিসে ও সামছুল আলমকে গাজীপুরের কালিগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে এবং অফিস সহকারী নুরুল ইসলামকে কালিগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে ও অফিস সহায়ক কাওসার শেখকে কাপাসিয়া সাব-রেজিস্ট্রার অফিসে বদলি করা হয়েছে। তাদের তাৎক্ষণিক বদলির কারণ জানাতে অনিহা প্রকাশ করেছে সাব-রেজিস্ট্রার অফিস। তবে বদলি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে ও দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে তাদের পাশের কর্মস্থলে বদলি করা হল। এ বদলি জনিত ঘটনায় বিকেলে ওই অফিসে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে তাৎক্ষণিক এমন বদলিতে নানা প্রশ্ন ছুড়ছেন সেবা নিতে আসা লোকজন।
কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা আমীর হামজা জানান, হঠাৎ করেই বিকেলে ওই চারজনকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। তবে এ বদলির কারণ জানাতে অনিহা প্রকাশ করেছেন তিনিসহ তার অফিসের কর্মচারীরা।