আশুলিয়ায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, June 16, 2022

আশুলিয়ায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 


সাভার প্রতিনিধি :

ঢাকায় গ্লোবালন টেলিভিশনের অফিসের  সামনে সাংবাদিকদের উপর সন্ত্রাসী মুন্নার হামলার প্রতিবাদে এবং সে সহ অন্যনোদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশন বিডিএসএফের আয়োজনে নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়ার ডিইপিজেড এলাকার হাসেম প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উক্ত সংগঠনের সহ-সভাপতি, গ্লোবাল টেলিভিশনের  গাজীপুর জেলা প্রতিনিধি মোক্তাদ হোসেন ও সাধারণ সম্পাদক এবং আশুলিয়া প্রতিনিধি মাসুদ রানা উদ্যােগে ইন্ডিয়ান এক্সপ্রেস টিভির সাভার প্রতিনিধি মাহবুবুল আলম মানিক, ভয়েজ টেলিভিশনের কামাল হোসেন, বাংলা টিভির নিরব হোসেন, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের নূর হোসেন, দৈনিক জনতার আল শাহরিয়ার বাবুল খান, দৈনিক রুপবাণীর রিপন মিয়া, দৈনিক গণমুক্তির সাঈম সরকার, গ্রামগঞ্জের খবরের আশা চৌধুরি, বাংলার দূতের আব্দুর রশিদ, দৈনিক মৃতভূমির খবরের দেলোয়ার হোসেন, দৈনিক আমাদের খবরের সফিকুল ইসলাম এছাড়াও সাংবাদিক মোতালেব হোসেন,মুঈন দেওয়ান, বিপ্লব হোসেন,  রিপন মিয়া(২), নদী, শাহজাহান, সিদ্দিকুর রহমান,মোস্তাক আহমেদ, রুহুল আমিন,সেলিম রেজা, জাহিদ হোসেন,সোহেল রানা, মুহাম্মদ হোসেন, সহ  গাজীপুর জেলা ও আশুলিয়ায় কর্মরত সাংবাদিকসহ সর্বস্থরের মানুষ অংশগ্রহন করেন।

মানব বন্ধনে সাংবাদিকরা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ দ্রুত সাংবাদিক নির্যাতনকারী, হেনস্তাকারী, হামলাকারীদের গ্রেফতারে কার্যকরী পদক্ষেপ নেবেন।

মনে রাখতে হবে সাংবাদিকরা জাতির বিবেক,তাদের উপর হামলা করলে কিংবা তাদেরকে দমিয়ে দেয়ার চেষ্টা করলে দেশ পিছিয়ে যাবে। সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে কারও প্রতিপক্ষ হতে চান না, তারা সত্যটিই তুলে ধরেন। 

মানববন্ধনে সাংবাদিক নির্যাতনে জড়িতদের দ্রুত গ্রেফতারে দাবি জানানো হয় । 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages