মিথ‌্যা মামলা দি‌য়ে হয়রা‌নির প্রতিবা‌দে নেত্রকোনায় সংবাদ সম্মেলন - Meghna News 24bd

সর্বশেষ


Friday, June 17, 2022

মিথ‌্যা মামলা দি‌য়ে হয়রা‌নির প্রতিবা‌দে নেত্রকোনায় সংবাদ সম্মেলন


নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনায় এসপি কামাল হোসেনের বিরুদ্ধে সাধারণ জনগণকে হয়রানি করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ জুন ২০২২ইং) তারিখে দুপুরে জেলা প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন এসপির বিরুদ্ধে অভিযোগ করেছেন একই গ্রামের অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মজিবুর রহমান বাচ্চু।

এসময় বাচ্চু বলেন, ঢাকায় কর্মরত পূর্বধলা উপজেলার তেনুয়া গ্রামের বাসিন্দা এসপি কামাল হোসেন মিথা মামলা দিয়ে তাকে হয়রানী করছেন। তিনি এর তীব্র প্রতিবাদ ও প্রকৃত সত্য উদঘাটন করে বিচারের দাবী জানান।

ভুক্তভোগী বলেন, পুলিশ কর্মকর্তার অন্যায় কর্মকান্ডের প্রতিবাদে গ্রামের কেউ মুখ খুলতে সাহস করেন না। সাধারণ ও অসহায় মানুষ নীরবে হজম করেন। সরেজমিনে আপনারা দেখতে গেলে, সকল ঘটনার সত্যতা মিলবে। তার অন্যায় অত্যাচার এবং বর্তমান হুমকি ধমকিতে উদ্বিগ্ন হয়ে, অবশেষে একান্ত  নিরুপায় অবস্থায় এর প্রতিকারের জন্য আমি আপনাদের এবং আপনাদের মাধ্যমে দেশের জনগণ এবং জন-প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages