সাভার প্রতিনিধি :
আশুলিয়ার ডিইপিজেড পুরাতন জোনের অপর পাশ হইতে ভাদাইল মোড় পর্যন্ত আরসিসি ঢালাই দ্বারা রাস্তা নির্মাণ ও পয়ঃনিষ্কাশনের জন্য ড্রেনেজ লাইন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২রা জুন ২০২২ইং) বহুল প্রতিক্ষিত এই রাস্তাটি অবশেষে পুনঃনির্মাণের উদ্যোগ নিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। জানাযায়, দীর্ঘদিন যাবত রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে আছে অথচ প্রতিদিন ডিইপিজেডে কর্মরত হাজার হাজার শ্রমিকের চলাচলের একমাত্র মাধ্যম এই সড়কটি, আশে পাশের বিকল্প কোন সড়ক না থাকায় এ সড়কে চলাচলে প্রচন্ড চাপ পড়ে। আর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রাস্তাটি নষ্ট হয়ে যায়। এছাড়াও অভিযোগ আছে সড়কের পাশের বাড়ির মালিকরা রাতের অধারে তাদের বাড়ির সুয়ারেজ লাইনের পানি রাস্তার ওপর উপর ফেলে দিয়ে রাস্তাটি কে নষ্ট করে দেয় কিন্তু এবার ড্রেনেজ লাইন নির্মানের ফলে রাস্তটির স্থায়ীত্ব বৃদ্ধি পাবে বলে জানান এলাকাবাসী।
দীর্ঘদিন পরে হলেও রাস্তাটি নির্মানের জন্য চেয়ারম্যান সাইফুল ইসলাম কে ধন্যবাদ জানান এবং তার কথার প্রতিফলন হয়েছে বলে জানান এলাকাবাসী।
তিনকোটি টাকা ব্যায়ে সড়কটি পুনঃনির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ করা হচ্ছে। এ সময় আরো উপস্থিত ছিলেন,ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতিন, ইউপি সদস্য আবু সাদেক ভূঁইয়া, হারুন মন্ডল সহ অত্র অঞ্চলে বসবাসরত এলাকাবাসী ও আওয়ামীলীগ যুবলীগের নেতাকর্মী বৃন্দ।