হুমায়ুন কবির, কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫২টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে কালিয়াকৈর পৌরসভা। গতকাল শুক্রবার সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম চান্দরা হাজিবাড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে এ অনুদান প্রদান করেন পৌর মেয়র মজিবুর রহমান।
ওই আর্থিক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মোঃ মজিবুর রহমান। ওই এলাকার বিশিষ্ট সমাজ সেবক ফারুক হোসেনের স ালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র খাত্তাব মোল্লা, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর নাজমা বেগমসহ অনেকে। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন। পরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কলোনির ৫০টি ভাড়াটে পরিবারকে ৫ হাজার টাকা করে এবং দুই কলোনির দুই মালিককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এর আগে গত ১৮ জুন সকালে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হাজিবাড়ি এলাকার আব্দুল কাদের ও আব্দুল সামাদের দুটি কলোনিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।