মোঃ ইব্রাহিম হোসেন : সাভার উপজেলাধীন আমিন বাজার ইউনিয়ন পরিষদের উদ্যোগে জরুরী বর্জ্য ব্যবস্থাপনার এক অনন্য ও ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করা হয়েছে । অদ্য ১৬ই জুন বৃহস্পতিবার দুপুরে আমিন বাজার ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডে বড়দেশী এলাকায় এই কার্যক্রম সম্পন্ন হয়। আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহম্মেদ এর দিকনির্দেশনায় এবং আমিন বাজার ইউনিয়ন পরিষদের পরিচালনায় তানভীর আহমেদ নাফিজ এর সার্বিক তত্বাবধায়নে এবং উক্ত এলাকাবাসীর সহযোগীতায় প্রথমবারের মতো এই উদ্যোগ গ্রহন করা হয়। দুই এবং তিন ওয়ার্ডের জরুরী বর্জ্য ব্যাবস্থাপনার জন্য চারশত ড্রাম ও বর্জ্য স্থানান্তর করার জন্য আটটি গাড়ী প্রদান করা হয়। প্রাথমিক পর্যায়ে এই বর্জ্য স্থানান্তরের জন্য ২৫ জন পরিচ্ছন্নকর্মী নিয়োগ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধি করা হবে বলে জানা যায়।
এ বিষয়ে চেয়ারম্যান রকিব আহম্মেদ বলেন, বিগতদিনে আমিন বাজার ইউনিয়নে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো প্রকার উদ্যোগ নেওয়া হয় নাই,এতে বর্জ্য ফেলা নিয়ে ইউনিয়নবাসীর ভোগান্তী ছিলো চরমে।আমার নির্বাচনী ওয়াদা অনুযায়ী আমিন বাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ড কে পরিচ্ছন্ন রাখতেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। দুই এবং তিন নং ওয়ার্ড থেকে জরুরী বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম শুরু করা হয়েছে, পরবর্তীতে প্রত্যেকটি ওয়ার্ডে এই ব্যবস্থা চালু করা হবে।তিনি আমিন বাজার ইউনিয়নবাসীর প্রতি বিনীত অনুরোধ জানান,তারা যেনো বর্জ্য নিষ্কাশনের জন্য দেওয়া ড্রাম গুলি ব্যবহার করেন এবং বর্জ্য নিষ্কাশন ও পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মীদের সার্বিক সহোযোগিতা করেন ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,আমিন বাজার ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ সাইফুল ইসলাম,২নং ওয়ার্ড মেম্বার মোঃ বকুল আহমেদ,৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রিয়াজ উদ্দিন ফালান,৪নং ওয়ার্ড মেম্বার চান মিয়া,৫নং ওয়ার্ড মেম্বার শামিম মোল্লা,৬নং ওয়ার্ড মেম্বার ইউসুফ মিয়া,৭নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম,৮নং ওয়ার্ড মেম্বার গোলাম মোস্তফা বেপারী এবং ৯ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রউফ সহ অত্র এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।