কালিয়াকৈরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত, টাকা ছিনতাই - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, June 16, 2022

কালিয়াকৈরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত, টাকা ছিনতাই



কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে দুই মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ৫২ হাজার টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মাকিষবাথান এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে।

আহতরা হলেন, ঢাকার মিরপুর পল্লবী থানার মোসলেম সরকারের ছেলে অলিউল্লাহ (৩২) ও একই এলাকার তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আবু (৩৫)।

এলাকাবাসী ও আহত ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মাছ ব্যবসায়ী অলিউল্লাহ, আবু, রানা, মোরশেদসহ চার জন মিলে মাছ কিনার জন্য গাজীপুরের কালিয়াকৈরে মাছের আড়ৎ এ যাচ্ছিলেন। যাওয়ার পথে গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মাকিষবাথান এলাকার হাইটেক সিটি রেলস্টেশন সামনে পৌছলে মোটরসাইকেল যোগে তিনজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। পরে তাদের ধারালো অস্ত্র মুখে জিম্মি করে ছিনতাইকারীরা। এসময় টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ওই ব্যবসায়ীরা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাছ ব্যবসায়ী আবু ও অলি উল্লাহকে  এলোপাথারী কুপিয়ে আহত করে। পরে তাদের কাছে থাকা ৫২ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে ছিনতাইকারী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, বিষয়টি অনুসন্ধান করে দেখছি। তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages