হ‌জ্জে গিয়ে কু‌ড়ি‌য়ে পাওয়া ৭ লক্ষ ফ্রাংক মা‌লিক‌কে ফেরৎ দি‌লেন বাংলা‌দে‌শের আব্দুর রহমান - Meghna News 24bd

সর্বশেষ


Friday, July 1, 2022

হ‌জ্জে গিয়ে কু‌ড়ি‌য়ে পাওয়া ৭ লক্ষ ফ্রাংক মা‌লিক‌কে ফেরৎ দি‌লেন বাংলা‌দে‌শের আব্দুর রহমান

 


অনলাইন ডেস্ক : হজ্জ কর‌তে যে‌য়ে ঢাকার ডেমরার আব্দুর রহমান প্রধান গত সোমবার মদীনা শরী‌ফে এক‌টি বৈ‌দে‌শিক মুদ্রার বা‌ন্ডিল কু‌ঁড়ি‌য়ে পান। যেগু‌লো ছি‌লো আফ্রিকার দেশ বুরকিনা ফা‌সোর মুদ্রা ফ্রাংক। তি‌নি হি‌সেব ক‌রে দে‌খেন সেখা‌নে ৭ লক্ষ ফ্রাংক র‌য়ে‌ছে। 

তারপ‌রে আব্দুর রহমান "সাম আফ্রিকান ফ্রাংক ফাউন্ড" অর্থাৎ কিছু আফ্রিকান ফ্রাংক পাওয়া গি‌য়ে‌ছে লেখা কাগজ হা‌তে মস‌জি‌দে নববীর আশেপা‌শে কু‌ড়ি‌য়ে পাওয়া ফ্রাংকগুলোর প্রকৃত মা‌লিক‌কে খোঁজ কর‌তে থা‌কেন। এ‌দি‌কে ফ্রাংকগু‌লো হা‌রি‌য়ে হজ্জ কর‌তে আসা আফ্রিকান ব‌্যক্তি‌টিও তার হারা‌নো অ‌র্থের খোঁজ কর‌তে থা‌কেন। গতকাল তি‌নি আব্দুর রহমান‌কে "সাম আফ্রিকান ফ্রাংক ফাউন্ড" লেখা কাগজ হা‌তে দাঁ‌ড়ি‌য়ে থাক‌তে দে‌খে প্রমাণ ক‌রেন যে, তি‌নিই সেই ফ্রাংকগুলোর প্রকৃত মা‌লিক‌।

আব্দুর রহমান‌ প্রমাণ পে‌য়ে সেই ফ্রাং‌কের বা‌ন্ডিল তার প্রকৃত মা‌লি‌কের হা‌তে তু‌লে দেন। নি‌জের হা‌রি‌য়ে যাওয়া অ‌র্থ ঠিকভা‌বে ফি‌রে পে‌য়ে সেই আফ্রিকান ব‌্যক্তি আন‌ন্দের আতিশয্যে আব্দুর রহমান‌কে জড়ি‌য়ে ধ‌রেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages