মোঃ ইব্রাহিম হোসেন : সাভার উপজেলাধীন আমিন বাজার ইউনিয়নের বেগুনবাড়ী এলাকায় ৫ ও ৬ নং ওয়ার্ডের জনগন প্রায় দুই যুগ পর রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থ্যা পেলেন । অত্র ১ জুলাই (শুক্রবার) দুপুরে উক্ত রাস্তা ও ড্রেনেজ কাজের উদ্বোধন করেন সাভার উপজেলাধীন আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রকিব আহম্মেদ । এসময় ইউপি চেয়ারম্যান রকিব আহম্মেদ বলেন,বিগতদিনে আমার দাদা মরহুম বশির উদ্দিন আহম্মেদ আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন । তারপর আমার বাবা মরহুম মফিজ উদ্দিন আহম্মেদ এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন । তাদেরই যোগ্য উত্তরসূরি হিসেবে আমি অত্র ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় সাবেক চেয়ারম্যান ও বর্তমান ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি কফিল উদ্দিন ও বিগত চেয়ারম্যান আনোয়ার হোসেন আমার পরিবারের উপর ঈর্ষান্বিত হয়ে আমিন বাজার ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাস্তা ও ড্রেনের কাজ করলেও এই বেগুনবাড়ী এলাকার কোনো প্রকার কাজ করেন নাই।বিগত দিনে উক্ত ওয়ার্ডের মেম্বারগন এই রাস্তা ও ড্রেনের জন্য বারবার স্কিম জমা দিয়েও কোনো প্রকার সুফল পায় নাই। রকিব আহম্মেদ বলেন, পূর্বের চেয়ারম্যানরা যখনই জানতে পেরেছেন এই স্কিম আমার বাড়ীর পাশের রাস্তা ও ড্রেনের জন্য জমা দেওয়া হয়েছে সাবেক চেয়ারম্যানরা তখনই কোনো কারন ছাড়াই ঈর্ষান্বিত হয়ে এই স্কিম বাতিল করে দিয়েছে। রকিব আহম্মেদ বলেন, এই জন্য আমি বেগুনবাড়ী এলাকাবাসীর কাছে ক্ষমাপ্রার্থী । কারন, প্রতিহিংসার রাজনীতি ও আমার পরিবারের প্রতি ঈর্ষান্বিত হওয়ার কারনে অত্র এলাকাবাসী দীর্ঘ দুই যুগ এই রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা থেকে বঞ্চিত হয়েছেন । তারপরও উক্ত এলাকাবাসী আমার পাশে থেকে তাদের মূল্যবান ভোট দিয়ে এইবার আমাকে আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন। চেয়ারম্যান রকিব আহম্মেদ আরো বলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক জনাব মঞ্জুরুল আলম রাজীব এর দিক-নির্দেশনায় এবং উপজেলা নির্বাহি কর্মকর্তা মাজহারুল ইসলামের সার্বিক সহযোগীতায় আমার নির্বাচনী ওয়াদা অনুযায়ী বেগুনবাড়ী এলাকার এই রাস্তা এবং ড্রেনের কাজ শুরু করেছি। এসময় তিনি আরো বলেন,আমি রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করতে গিয়ে দেখি প্রায় দুই যুগ আগে আমার বাবা মরহুম মফিজ উদ্দিন আহম্মেদ এর করা রাস্তায় ব্যবহিত (এম এন্ড কোং) নামক ইট পাওয়া যায়। এতে আরো প্রমানিত হয় যে বেগুনবাড়ী এলাকায় বিগত দুই যুগে এই রাস্তা ও ড্রেনের কোনো প্রকার সংস্কার হয় নাই।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,আমিন বাজার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শামীম মোল্লা,৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম,৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা বেপারী ও অত্র এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে ।