নিজস্ব প্রতিনিধি :
সাভারের আমিনবাজারে ঈদগাহ মাঠ পরিদর্শন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সাভারের আমিন বাজারের পাঁচগাছিয়া মরহুম উজির আলী আমিনের দান করা ৮০ শতাংশ জায়গা অত্র ইউনিয়ন চেয়ারম্যান রকিব আহমেদ নেতৃত্বে সদ্য দখলদার অবমুক্ত করা হয়
সেই ঈদগা মাঠের জমি পরিদর্শনে শেষে মত বিনিময় সভা করলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
এ সময় সাভার উপজেলার তরফ থেকে ঈদগাঁ মাঠের জন্য ২লাখ টাকা ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের নিজস্ব তহবিল থেকে ৫০হাজার টাকা বরাদ্দ করা হয়।
ঈদ মাঠের সার্বিক কার্যক্রম ও মতবিনিময় সভার আয়োজন করেন আমিন বাজার ইউনিয়ন চেয়ারম্যান রকিব আহমেদ।
এ সময হাজার হাজার জনসাধারণের উপস্থিতিতে মতবিনিময় সভায় আগত অতিথি সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব বলেন, যারা ক্ষমতার দাপট দেখিয়ে চলে আল্লাহ তাদের পছন্দ করে না। যারা এক সময় এই ঈদ মাঠের জমির বেহাত করে নিজেদের নামে লিখিয়ে নিয়েছে তারা(উপস্থিত জনতার উদেশ্য) আপনাদের চোখে নিশ্চয়ই অপরাধী। আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান রকিব আহমেদ কে সে এক যুগান্তকারী সাহসী পদক্ষেপে নিয়ে এই ঈদগাঁর জমি উদ্ধার করেছে।