মালয়েশিয়ায় কর্মী নিয়োগ আবেদন সাময়িকভাবে স্থগিত - Meghna News 24bd

সর্বশেষ


Friday, August 5, 2022

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ আবেদন সাময়িকভাবে স্থগিত

 

অনলাইন ডেস্ক ঃ

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক নোটিশের মাধ্যমে ঘোষণা করে- ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিয়োগ আবেদন বন্ধ থাকবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়- কর্মসংস্থান (সংশোধন) আইন-২০২২ অনুসরণ করে বিদেশি কর্মীদের পদ্ধতির পর্যালোচনা সক্ষম করে ১ সেপ্টেম্বর থেকে পুনরায় নিয়োগ আবেদন চালু করা হবে এবং বিদেশি কর্মীদের আবেদনের নতুন পদ্ধতি শিগগিরই ঘোষণা করা হবে।

এছাড়া ১৪ আগস্টের আগে জমা দেওয়া আবেদনগুলোর প্রক্রিয়া ৩১ আগস্টের আগেই সম্পূর্ণ করা হবে।

মার্চ মাসে পার্লামেন্ট কর্তৃক গৃহীত কর্মসংস্থান (সংশোধন) আইন-২০২২-এ মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে ৯৮ দিনে বাড়ানো, গর্ভবতী কর্মীদের বরখাস্ত করার বিধিনিষেধ, সেইসঙ্গে বিবাহিত নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি প্রবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages