সাভার আশুলিয়ায় সিরিজ বোমা হামলার বর্ষপূর্তি উপলক্ষে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, August 17, 2022

সাভার আশুলিয়ায় সিরিজ বোমা হামলার বর্ষপূর্তি উপলক্ষে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

 


নিজস্ব প্রতিনিধি  :

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি)। ওই দিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪টি স্থানসহ সাড়ে ৪০০ স্পটে প্রায় ৫০০ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। দেশব্যাপী ওই সিরিজ বোমা হামলার ১৭ বছর পূর্তি উপলক্ষে দিনটিকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাভার উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সকালে সাভার উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশের পর একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, আমিন বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রকিব আহমেদ, ভাকুর্তা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী দেওয়ান, বনগাঁ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ অন্যানো নেতৃবৃন্দ।

অন্যদিকে আশুলিয়া থানা আওয়ামীলীগের সভাপতি ফারুক হাসান তুহিন ও সাধারণ সম্পাদক ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের  নেতৃত্বে  আশুলিয়ার বাইপাইল মোড়ে প্রতিবাদ সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শুরু করে পলাশবাড়ি হাজী জৈইনুদ্দিন স্কুলের সামনে এসে শেষ হয়। 

এসময় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে  আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহদাত হোসেন খান, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসন সরকার, কৃষকলীগের ঢাকা জেলা উত্তরের আহবায়ক মহসিন করিম,আশুলিয়া থানা আওয়ামীলীগের সদস্য সিরাজুল ইসলাম দেওয়ান,ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল লতিফ মন্ডল,সাধারণ সম্পাদক মতিউর রহমন, আশুলিয়া ইউপি আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মাদবর,  ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুসা,  আশুলিয়া থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকার, ধামসোনা ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবু সাদেক ভূইয়া, ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক মোস্তাক খান সহ অন্যানো আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। এ সময় বক্তারা সিরিজ বোমা হামলার বিচার  দ্রুত সম্পন্ন করার জন্য আদালতের প্রতি আহবান জানান।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages