আশুলিয়া প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ধামসোনা ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম ফারুক হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২শে আগষ্ট) বিকেলে আশুলিযার ধামসোনার শ্রীপুর স্টানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন ও ফারুক চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সাভার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে, ফারুক চেয়ারম্যান স্মৃতি পরিষদের আহবায়ক খসরু মোহাম্মদ আমিরের সঞ্চালনায়, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগের সভাপতি ফারুক হাসান তুহিন, এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা ভাইসচেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আজিজ দেওয়ান, আশুলিয়া থানা আওয়ামীগের সদস্য সানাউল্লা ছানা, ঢাকা জেলা কৃষকলীর যুগ্মআহবায়ক হযরত আলী, সাভার উপজেলা উলামালীগের সভাপতি মোশারফ হোসেন সহ অসংখ্য নেতাকর্মী মাহফিলে উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিতি আওয়ামীলীগের নেতৃবৃন্দ আলোচনা সভা ও দোয়া মাহফিল বঙ্গবন্ধু ও তার পরিবার নিহতদের এবং মরহুম ফারুক চেয়ারম্যানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।