সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, August 30, 2022

সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন



নিজস্ব প্রতিনিধি  : সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

মঙ্গলবার সকাল ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। 

শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষ করে শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, সব সদস্যকে সমান সুযোগ দিয়ে সংবিধান, কার্যপ্রণালী ও বিধি মোতাবেক দায়িত্ব পালন করব।

এ সময় ডেপুটি স্পিকারের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মনোয়ার হোসেন বাবলা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি আশুলিয়া) আনোয়ার হোসেন,আশুলিয়া থানা আওয়ামী-লীগের সভাপতি ফারুক হাসান তুহিন সহ প্রমুখ।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages