আশুলিয়ায় ঢাকা জেলা কৃষকলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল - Meghna News 24bd

সর্বশেষ


Friday, August 26, 2022

আশুলিয়ায় ঢাকা জেলা কৃষকলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

 


আশুলিয়া প্রতিনিধি ঃ

আশুলিয়ায় ঢাকা জেলা কৃষকলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে আশুলিয়ার মির্জানগরে গণস্বাস্থ্য হল রুমে ঢাকা জেলা কৃষকলীগের আহবায়ক মহসিন করিমের সভাপতিত্বে, যুগ্ন আহবায়ক ব্যপারি আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগের সভাপতি ফারুক হাসান তুহিন,কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদ সগিরুজ্জামান শাকিক। 


আরো উপস্থিত ছিলেন, কৃষকলীগের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, ধামসোনা কৃষকলীগের সভাপতি কিসমত আলী, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই। সেচ্ছাসেবকলীগের আশুলিয়া থানা  সভাপতি শহিদুল্লাহ মুন্সি সহ শত শত আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। 


এ সময় প্রতিমন্ত্রী বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ছেলে বেলা থেকেই অত্যান্ত বিনয়ী আর উদ্যেমি একজন মানুষ ছিলেন, তিনি আজীবন শোষিত নিপিড়ীত নির্যাতিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন, তার কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীও প্রতিনিয়ত দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। প্রতিমন্ত্রী কৃষকলীগের ভূয়সী প্রশংসা করেন এবং ঢাকা জেলায় কৃষকলীগ তাদের কার্যত্রমের প্রতি সন্তুুষ্টি প্রকাশ করেন।

পরে প্রতিমন্ত্রী, বঙ্গবন্ধু ও তার পরিবাগর্গের আত্মার মাগফেরাত করে দোয়া মোনাজাত পরিচালনা করে। করেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages