সাভার প্রতিনিধি ঃ সাভারে নয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমন আক্তার নামের (২৩) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ বলছে,গতকাল কাউন্দিয়া এলাকায় ভয় ভীতি ও হত্যার হুমকি
![]() |
দিয়ে নয় বছরের ওই শিশুকে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করেন ইমন নামের ওই বখাটে যুবক। এসময় শিশুটি চিৎকার চেচামেচিতে আশে পাশের স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে আসলে পালিয়ে যায় বখাটে ঐ যুবক । পরে ওই শিশুটির পরিবার বখাটে যুবককে প্রধান আসামী করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে ভোরে বাগসাত্রা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
সকালে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য সুব্রত দাস।