নিজস্ব প্রতিনিধি :
চাঁদাবাজি ব্লাকমেইলিং সহ নানা অপকর্মের অভিযোগে পলাতক জাহাঙ্গীর আলম প্রধান ও সুচিত্রা রায়ের গ্রেপ্তারের দাবীতে নবীনগর চন্দ্র মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ও সর্বস্তরের জন সাধারন।
শুক্রবার বিকেলে আশুলিয়ার নবীনগর চন্দ্র মহাসড়কের বিক্ষুদ্ধ জনসাধারণ যানচলাচল বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করে।
এ সময় তারা জানান, আমাদের স্টুডিও ও ফার্মেসিতে গিয়ে জাহাঙ্গীর আলম প্রধান ও সুচিত্রা রায় নানাভাবে তাদেরকে ভয়ভীতি ও ব্লাকমেইলিং করে অর্থ হাতিয়ে নিয়েছে, এছাড়াও মাসে মাসে তাদের কাছ অর্থ দাবি করছে। সাংবাদিকতা নাম ব্যবহার করে তারা এহেন অপকর্ম করছে বলে জানান ভুক্তভোগীরা। অতি সম্প্রতি আশুলিয়ার গাজীরচটে ব্লাকমেইলিং চক্রের বেশ কিছু সদস্য র ্যাবের হাতে হলে বেরিয়ে আসে জাহাঙ্গীর সুচিত্রার নাম।
তাদের নামে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানা থেকে জানানো হয়েছে, তাদের কে আটকের ব্যাপারে চেষ্টা চলছে।
অন্যদিকে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিগণ জানান,অত্র ক্লাবের নাম ভাঙ্গিয়ে এই প্রতারকরা নানা রকম প্রতারণা করে আসছে ফলে ক্লাবের সম্মান হানি হচ্ছে তাই প্রসাশন কে দ্রুতগতিতে পদক্ষেপ নেয়ার আহবান জানান। এবং শিগ্রই আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের কার্যনিবার্হী গ্রুপের সিন্ধান্ত মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।