আশুলিয়ায় ঢাকা জেলা পুলিশ সুপারের ওপেন হাউজ ডে পালিত - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, September 22, 2022

আশুলিয়ায় ঢাকা জেলা পুলিশ সুপারের ওপেন হাউজ ডে পালিত

 


সাভার প্রতিনিধি ঃ

ঢাকা জেলা পুলিশের আশুলিয়ায়, পুলিশ সুপারের ওপেন হাউজ ডে পালিত  ।

বৃহস্পতিবার(২২সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়া থানা পুলিশের আয়োজনে, আশুলিয়া থানা কমপ্লেক্স হলরুমে , আশুলিয়া থানার এস আই নাসরিন আফরোজের সঞ্চালনায়, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম(বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 



এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম,সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম, আশুলিয়া সার্কেল ভুমি অফিসার আনোয়ার হোসেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন,আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম , ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান মতিন, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন মাদবর, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ, শিমুলিয়া ইউপি আওয়ামীলীগের সভাপতি রাকিবুল ইসলাম বাবুল মাস্টার সহ আশুলিয়ার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জন। 

পুলিশ প্রধানের নির্দেশনা মোতাবেক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে।

সভাপতির বক্তব্যে, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম (বার) বলেন, ঢাকা জেলায় সামাজিক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প কল কারখানাসহ সকল পোষাক শ্রমিকদের নিরাপত্তা এবং দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে দায়ীত্ব পালন করার জন্য পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশ তৎপর রয়েছে।


তিনি আরো বলেন, যদি আইন শৃংখলা বিনষ্টে যদি কোন আওয়ামীলীগ নেতাও জড়িত থাকেন তাকে কোন ছাড় দেয়া হবে না।

এর আগে তিনি আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে আগতদের সমস্যার কথা শুনে তা সমাধানের জন্য আশ্বাস দেন। তিনি তৎক্ষনাত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন । 

তিনি জানান, আইনশৃংখলায় আশুলিয়া থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি, ডিএসবি মাঠে কাজ করবে।

পরে তিনি আসন্ন দুর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদয়ের ব্যাক্তিবর্গের সহিত এক আলোচনা সভায় মিলিত হন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages