মাত্র ১০০ টাকা’র জন্য খুন হলো ব্যবসায়ী! - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, October 2, 2022

মাত্র ১০০ টাকা’র জন্য খুন হলো ব্যবসায়ী!

 

নিহত ব্যবসায়ী সাইফুল ইসলাম জয়

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি :  নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে মোঃ সাইফুল ইসলাম জয় (৪৯) নামের এক কাঠ ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে চা দোকানী মাসুদ আলীর বিরুদ্ধে। শনিবার রাত ৯টা ৪০ মিনিটে উপজেলা পৌর সদরের চাঁচকৈড় পুরান পাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই মহল্লার মৃত-আব্দুল জলিলের ছেলে এবং অভিযুক্ত মাসুদ একই মহল্লার মৃত-কোবাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, পুরান পাড়া মহল্লার জহির শাহ’র মোড়ের চা দোকানী মাসুদের দোকানে সিগারেটের ১০০ টাকা বকেয়া ছিলো। সেই টাকা চাওয়ার পর ক্রেতা সাইফুলের সাথে চা দোকানী মাসুদের বিবাদ শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে দুইজনের মধ্যেই মারামারি ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সাইফুল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সাইফুলের ডান হাতে জখম হয়েছে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

নিহত সাইফুলের ছেলে আশিকের অভিযোগ করে বলেন, পাওনা টাকা নিয়ে দ্বন্দের এক পর্যায়ে দোকানী মাসুদ তাঁর বাবাকে আঘাত করে হত্যা করেছে। কাঁচ দিয়ে আঘাত করার কারনে রক্তক্ষরণ হয়। সেই কারনে  তার বাবার মৃত্যু হয়।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages