কামাল হোসেন (নিজস্ব প্রতিনিধি):
আশুলিয়ায় পরিত্যাক্ত কুয়া থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গেল রাতে আশুলিয়ার সদরপুর গ্রামের একটি কুয়া থেকে তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, রাতে সদরপুর গ্রামের একটি নির্জন জায়গায় পঞ্চাশ ফুট গভীরে একটি পরিত্যক্ত কুয়ায় এক নারীর অর্ধগলিত লাশ দেখা গেছে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা দুর্বৃওরা ওই নারীকে হত্যা করে লাশ গুম করার জন্য কুয়ার মধ্যে লাশ ফেলে যায়। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এদিকে ওই কুয়ার পাশে একটি গার্মেন্টস এর শ্রমিক পলি বেগম ১১ অক্টোম্বর থেকে নিখোঁজ রয়েছে লাশটি তার কিনা তদন্ত করছে পুলিশ। এদিকে নির্জন ওই কুয়ায় লাশ পাওয়া গেছে স্থানীয়রা কেমন করে জানলো সে বিষয়টিও তদন্ত করছে পুলিশ।
এ ব্যাপারে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাচিব শিকদার বলেন, নিহতের নাম পরিচয় ও হত্যা কান্ডের রহস্য উৎঘাটনে কাজ করছেন তারা।
এদিকে এই সপ্তাহে সাভার ও আশুলিয়া থেকে নারী ও পুরুষসহ নয় জনের লাশ উদ্ধার করেছিলো পুলিশ। নয় জনের মধ্যে এক নারী হত্যা কান্ডের শিকার হয়েছিলেন আর বাকিরা আত্মহত্যা করেছিলো।