গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৩ জনের মৃত্যু - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, October 18, 2022

গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৩ জনের মৃত্যু



দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯০০ নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে এক দিনে এটাই সর্বোচ্চ রোগী। বর্তমানে মশাবাহিত রোগটিতে মোট তিন হাজার ২২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। এ সময়ে তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরো ৯০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫২৮ জন ঢাকায় এবং ৩৭২ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ নিয়ে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট তিন হাজার ২২৭ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে ঢাকার ৫১টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছে দুই হাজার ১৪৮ জন। এ ছাড়া এক হাজার ৭৯ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

এ বছর ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৯ হাজার ৪৯৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট সাত হাজার ৪৪০ জন।

একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ২৩ হাজার ৬১২ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ২৯৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ছয় হাজার ৩১৭ জন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages