সাভারে এসিল্যান্ডকে ছুরিকাঘাতের ঘটনায় ৬ জন গ্রেফতার - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, November 17, 2022

সাভারে এসিল্যান্ডকে ছুরিকাঘাতের ঘটনায় ৬ জন গ্রেফতার



সাভার প্রতিনিধি

ঢাকার অদূরে সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক গুরুতর আহত হওয়ার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ (উত্তর) বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন— গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাজুন্দি গ্রামের মালেক ফকিরের ছেলে রাসেল ফকির (২০), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ছাত্তারের ছেলে নাঈম (২০), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার তিল্লিরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সজীব আহমেদ (২০), একই জেলার দৌলতপুর থানার রোহা গ্রামের আজীম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (২৪), পাবনা জেলার বেড়া থানার দুলালের ছেলে আরমান (২১) ও ভাসানটেক থানার কামালের ছেলে কামরুল হাসান (২২)। 

আহত সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এসিল্যান্ড হিসেবে কর্মরত। তিনি সাভারের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডসংলগ্ন লাইভস্টক একাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্টের প্রশিক্ষণার্থী।

থানা পুলিশ জানায়, সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিককে ছুরিকাঘাতের ঘটনায় বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে আসামিরা সাভার, আশুলিয়া ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জায়গায় ডাকাতি করে আসছিল বলে জানা গেছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages