আশুলিয়ার ইয়ারপুরে নির্বাচনী প্রচারণায় পুরোদমে মাঠে রয়েছেন মুসা - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, December 1, 2022

আশুলিয়ার ইয়ারপুরে নির্বাচনী প্রচারণায় পুরোদমে মাঠে রয়েছেন মুসা



আশুলিয়া প্রতিনিধি :  ঢাকা জেলার আশুলিয়ায় আসন্ন ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় পুরোদমে মাঠে রয়েছেন বাংলাদেশ আ.লীগ মনেনিত প্রাথী ইয়াররপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা । 

অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুসা নৌকা প্রতিক পাবার আগেও তিনি ভোটারদের দ্বারে দ্বারে নৌকার জন্য ভোট চেয়ে প্রচার প্রচারণা আর ব্যাপক ভাবে গনসংযোগ করেছেন আর এখন নৌকা প্রতিকে মনোনায়ন পাবার পর তা আরো বাড়িয়ে দিয়েছেন । প্রতিনদিনই কোন না কোন এলাকায় গণসংযোগ প্রচার প্রচারণা ও মসজিদের মুসুল্লীদের সাথে কুশল বিনিময় করেছেন । তার প্রতিটি গণসংযোগে আ.লীগের নেতা কর্মী

 


সহ হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছেন । আর এতেই প্রমানিত হয় তিনি কতটা জনপ্রিয় ।

প্রতিদিনই ইয়ারপুরের কোন না কোন এলাকায় যাচ্ছেন খোজ নিচ্ছেন এলাকার ময়মুরব্বি সহ অসহায়,নির্যাতিত,অবহেলিত মানুষের , প্রতিশ্রূতি দিচ্ছেন তাদের ভাগ্য উন্নয়নের  ।

 সাধারণ মানুষের । তিনি পুরাতন ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদের ভোটের মাঠে আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন সর্বত্বকভাবে ।



 আসন্ন নির্বাচন সামনে রেখে এলাকার সর্বস্থরের লোকজন ও আ.লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে চষে বেড়াচ্ছেন অত্র এলাকা । সকল শ্রেণীর লোকজনের মাঝে গনসংযোগের পাশাপাশি পোষ্টার, ব্যানারে শুরু হয়েছে তার নির্বাচনী প্রচার প্রচারনা ।ইয়ারপুর ইউনিয়নে বইছে এখন  নির্বাচনী হাওয়া।

 স্থানীয় এলাকাবাসীরা জানান, মোল্লা মোশারফ হোসেন একজন তরুণ প্রজন্মের মধ্যে সৎ, ন্যায়-পরায়ন ও জনবান্ধব প্রকৃতির লোক। বিপদে, দূঃসময়ে আমরা তার নিকট থেকে বিভিন্ন  ভাবে সহযোগীতা পেয়েছি।এলাকায় সামাজিক, পারিবারিক বিভিন্ন কার্যকলাপে তাহার ভুমিকা অসীম। আমরা আগামী ইউপি নির্বাচনে ০৪নং ইয়ারপুর ইউনিয়নে উন্নয়নের রুপকার হিসেবে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।



এ ব্যাপারে নৌকা প্রতিকের  চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা মোশারফ হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি ইয়ারপুর ইউনিয়নের মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি। অত্র ইউনিয়ন কে একটি মডেল  ইউনিয়ন  হিসেবে পরিণত করা আমার লক্ষ্য। আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে,সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবে। নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমি সবার দোয়া প্রত্যাশী।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages