আশুলিয়ায় ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু,সড়ক অবরোধ করে বিক্ষোভ - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, December 11, 2022

আশুলিয়ায় ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু,সড়ক অবরোধ করে বিক্ষোভ



নিজস্ব প্রতিনিধি :

আশুলিয়ায় একটি বেসরকারী হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় নিহতের নবজাতক

বাচ্চাটি কিছুটা সুস্থ রয়েছে। রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় হ্যাপি জেনারেল হাসপাতালে এ ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়,গতকাল রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় নিজ ভাড়া বাড়িতে সন্তান প্রসবের জন্য ব্যাথা উঠে আব্দুল বাছেদ এর স্ত্রী মাহমুদা খাতুনের (৩৪)। পরে তাকে দ্রুত সন্তান প্রসবের জন্য বাইপাইল এলাকায় হ্যাপি জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে হাসপাতালের ডাক্তাররা তার সিজার করেন। পরে তার ফুটফুটে এক ছেলে নবজাতক হয়। এঘটনার পরেই নবজাতকের মা মাহমুদা খাতুনের মৃত্যু হয়। ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে এই অভিযোগে নিহতের স্বামী বাইপাইল আব্দুল্লাহপুর

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ওই হাসপাতালের ডাক্তারের বিচারের দাবিতে। অকালে স্ত্রীকে হারিয়ে হাসপাতালের সামনে বিলাপ পাড়তে দেখা যায় নিহতের স্বামীকে। স্থানীয়রা জানায়,বাইপাইল এলাকায় হ্যাপি জেনারেল হাসপাতাল মানুষ মারার হাসপাতাল এখানে নেই কোন অভিজ্ঞ চিকিৎসক শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় অনেক শ্রমিকরা টাকার অভাবে ভুতরে এই হাসপাতালে কম খরচে ভুল চিকিৎসা নিয়ে থাকেন। স্থানীয়রা অবিলম্বে এই হাসপাতাল কতৃপক্ষের কঠোর শাস্তি দাবি করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আশুলিয়া থানার এস আই জাহাঙ্গীর,তিনি এ প্রতিবেদক কে জানান, মৃত প্রসূতীর পরিবারের পক্ষ থেকে এখনো কোন আইনি সহয়তা চায় নি যদি তারা অভিযোগ দিতে চায় তা অবশ্যই নেয়া এবং তদন্ত সাপেক্ষে মামলাও হতে পারে। 

অপরদিকে সাভারের তেঁতুলঝোড়া মোড়ে অবস্থিত কথিত স্টান্ডার্ড হসপিটাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক নবজাতের মৃত্যু হয়েছে। রাতে ওই হাসপাতালে ভুল চিকিৎসায় ওই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠে। এর দুই সপ্তাহ আগে ওই হাসপাতালে ভুল চিকিৎসায় আরেক জন ব্যক্তির মৃত্যু হয়। চিকিৎসার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে ভুল চিকিৎসা

দেওয়ার অভিযোগে হাসপাতালটির মালিকের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। এঘটনায় হাসপাতাল দুটির কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ পেলে তদন্ত করে হাসপাতাল দুটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages