পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা নিহত - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, December 24, 2022

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা নিহত



পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার সময় দলটির এক নেতা নিহত হয়েছেন। এছাড়া অর্ধশতাধিক আহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত ওই নেতার নাম আব্দুর রশিদ আরেফিন (৫০)। তিনি বোদা ইউনিয়ন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক।

এদিন দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার হওয়া নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটে। 

এ সময় আব্দুর রশিদ আরেফিন গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 





Post Bottom Ad

Responsive Ads Here

Pages