আশুলিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় ৬ডিবি পুলিশ সদস্য আহত, আটক ১১ - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, December 15, 2022

আশুলিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় ৬ডিবি পুলিশ সদস্য আহত, আটক ১১

 


মাসুদ রানা :

আশুলিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশসহ অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।



ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক চারটার দিকে বুড়িরবাজার এলাকায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির এস আই মোহাম্মদ শাহাদাৎ হোসেন এএস আই সুলতানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী মিক্রা মগকে গ্রেপ্তার করতে তার ভাড়া বাসায় যান। এসময় তারা সেখানে অভিযান চালিয়ে পাঁচ’শ ২০ লিটার চোলাইমদসহ ১১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ঠিক তখনই একদল মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের এসআই শাহাদাৎ হোসেন ও এএসআই সুলতানহ পাঁচ পুলিশ সদস্যসহ ছয়জনকে পিটিয়ে গুরুতর আহত করে মাদক ব্যবসায়ী মিকো চাকমাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে অতিরিক্তি পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার সদর হাসপাতালে ভর্তি করে। 

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি রিয়াজ আহমেদ বলেন, পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক ১১জন মাদক ব্যবসায়ীদের নামে পুলিশের উপর হামলা ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে দুপুরে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 



অন্যদিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তিন’শ ২১ গ্রাম হিরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। তাদের বিরুদ্ধেও প্রচলিত আইনে মামলা রুজু হয়েছে।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages