শাহরুখ খানের হাতের নীল রংঙ্গের ঘড়ির দাম শুনলে অবাক হবেন - Meghna News 24bd

সর্বশেষ


Friday, February 10, 2023

শাহরুখ খানের হাতের নীল রংঙ্গের ঘড়ির দাম শুনলে অবাক হবেন



অনলাইন ডেস্ক :

বলিউড বাদশাহ শাহরুখ খানের কামব্যাক ছবি 'পাঠান' ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। মুক্তির পর পাঠান নিয়ে ভক্তদের উচ্ছ্বাস যেন থামছেই না। 

ছবিটি মুক্তির পর থেকেই একটার পর একটা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে এই ছবি। এক কথায় বলতে গেলে— রমরমা ব্যবসা করেছে শাহরুখ-দীপিকার ‘পাঠান’।

এদিকে সম্প্রতি নেটদুনিয়ায় শাহরুখ ও দীপিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সকালবেলা ঘুম থেকে উঠেই স্নানঘরে হাজির দীপিকা ও শাহরুখ খান। কিং খানকে রূপচর্চার পাঠ পড়ালেন দীপিকা। শেখালেন সর্বপ্রথম ক্লিনজিং মাস্ট। তার পর ধীরে ধীরে ত্বকের যত্ন নেওয়ার পরবর্তী ধাপ দেখান দীপিকা। 

জানা গেছে, 'পাঠান' ছবির প্রচারের ফাঁকেই এই ভিডিওটি শুট করা হয়েছে। তবে সেখানে দীপিকার রূপটান টিপসের পাশাপাশি নজর কেড়েছে শাহরুখ খানের হাতে থাকা নীল রঙের ঘড়ি।

শাহরুখের হাতে থাকা নীল ঘড়িটির কথা উঠে আসে একটি বেনামি ফ্যাশন ব্লগিং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট 'ডায়েট সব্য'-তে। বহু অনুরাগীই কিং খানের ওই ঘড়িটি সম্পর্কে জানতে চান। 

জানা যায়, শাহরুখের ঘড়িটি নামকরা সুইজ ব্র্যান্ড অডেমার্স পিগুয়েটের। সেটি হলো— রয়্যাল ওক পারপেচুয়াল ক্যালেন্ডার ঘড়ি। 'ডায়েট সব্য'-র দেওয়া তথ্য অনুসারে ঘড়িটির দাম ৪ কোটি ৯৮ লাখ রুপি। দাম শুনেই চোখ ছানাবড়া!


বলিউড বাদশা অবশ্য মুম্বই শহরে বাদশার মতোই জীবনযাপন করেন। আর এ কারণেই তার পক্ষে এমন দামি ঘড়ি ব্যবহার করা সম্ভব।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages