নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ। শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের ঘরে জন্ম তার। নানা শেখ আবদুল মজিদ আদরের নাতির নাম শেখ মুজিবুর রহমান রাখলেও বাবা-মা তাকে ‘খোকা’ নামেই ডাকতেন।
আর এই "খোকা" শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
শুক্রবার (১৭ মার্চ) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় থানা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয়দের অংশগ্রহণে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনী নিয়ে আলোচনা, কেক কাটা এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
এ সময় সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমী, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিন মাদবরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।