কেরানীগঞ্জ প্রতিনিধি : কেরানীগঞ্জে ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ডাকাতির ঘটনায় ২৪ ঘন্টা পরে ৩ ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে মোঃ শরিফুল ইসলাম, মোঃ ইমরান ও সোনিয়া আক্তার নুরুন্নাহার। আজ শুক্রবার সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এতথ্যটি জানানো হয়। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ দক্ষিন মোঃ আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া টাইলস মসজিদ এলাকায় ইদু মিয়ার বাড়ির ভাড়াটিয়ে রাবেয়া বেগম গত ১১ এপ্রিল সকালে তার স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে তার রুমে শুয়েছিলেন। সকাল সাড়ে ১০টার সময় হঠাৎ ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে কয়েকজন লোক তাকে ঘরের দরজা খুলতে বললে সে দরজা খুলে দেন। এসময় ডিবি ও সাংবাদিক পরিচয়দানকারী কয়েকজন লোক তাদের ঘরে প্রবেশ করেই ঘরের দরজা জানালা বন্ধ করে দেন। এসময় গৃহকত্রী রাবেয়া তাদের দরজা, জানালা বন্ধ করে দেয়ার কারন জিজ্ঞাসা করলে ডিবি ও সাংবাদিক পরিচয়দানকারী ডাকাতদল তাদের প্রানে মেরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে ডাকাতরা গৃহকত্রী রাবেয়া ও তার স্বামী-ছেলেকে মারপিট করে ঘরে থাকা জমি বিক্রির ৩লক্ষ১৭হাজার টাকা, ১ভরি ১২ আনা ওজনের ৩টি স্বর্নের চেইন,৬আনা ওজনের ৩ জোড়া কানের দুল,৪ আনা ওজনের একটি স্বর্নের বেসলেট এবং কয়েকটি দামী মোবাইল সেট ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় রাবেয়া বেগম মডেল থানায় মামলা করার ২৪ঘন্টার মধ্যেই কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উক্ত ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাতদের কাছ থেকে এশিয়ান টিভির লোগো সম্বলিত একটি বুম, একটি ভিডিও ক্যামেরা, একটি এশিয়ান টিভির আইডি কার্ড ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন কবীর, মডেল থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগন।
Saturday, April 15, 2023

ডাকাতির অভিযোগে এশিয়ান টিভির ৩ জন আটক
Tags
# সারাদেশ
Share This

About my blogg
সারাদেশ
Labels:
সারাদেশ
Post Bottom Ad
Responsive Ads Here
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.