বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, August 11, 2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল

 


মাসুদ রানা (সাভার) :

আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা ও আহত সকলের সুস্থতা কামনা করে ডিইপিজেড এর আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার দুপুরে আশুলিয়ার ডিইপিজেডের প্রধান কার্যালয়ে অত্র আশুলিয়া  রিপোর্টার্স ক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল খানের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইপিজেডে ট্রাফিকের দায়িত্বরত ছাত্রগণ ও উপস্থিত শ্রমিক জনতা। 

এ সময় এক সংক্ষিপ্ত বক্ত্যবে অত্র ক্লাবের সদস্যরা বলেন বিগত দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের হত্যার বিচার এবং দেশে দালাল সাংবাদিকতা রোধে সরকারের তরফ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানান। পরে হাফেজ মাওলানা জাহিদ আলম উপস্থিত ব্যাক্তিবর্গদের নিয়ে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা চেয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক রিপন মিয়া, দপ্তর সম্পাদক সোহেল রানা,ত্রুিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুল আলম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিহাবুর রহমান, মহিলা সম্পাদিকা আশা চৌধুরী,  সদস্য, মোঃ হোসেন,কাওসার হোসেন, সুচিত্রা রায়, শাহজাহান, সাইদুর, দেলােয়ার ও এডভোকেট শাহিন। 

পরে দেড় শতাধিক ছাত্র ও উপস্থিত নেতৃবৃন্দের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages