নিজস্ব প্রতিনিধি :
সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহত করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আশুলিয়ায় অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সকাল থেকে আশুলিয়ার ডিইপিজেড এর সামনে হাসেম প্লাজায় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফুর এর নেতৃত্বে অবস্থান নেয় নেতাকর্মীরা অন্যদিকে বলিভদ্র বাজারে আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি পিয়ার আলী ও ঢাকা জেলা যুবদলের যুগ্ন সাধারণ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল, এছাড়াও জামগড়া এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জড়ো হয়ে অবস্থান নেন। হাজার হাজার নেতাকর্মিরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অবস্থান নিতে থাকেন। দুপুর পর্যন্ত কর্মসূচিতে অংশ নেন সহস্রাধিক নেতাকর্মী। এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে অবস্থান চত্ত্বর।
কর্মসূচি থেকে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহ্বান জানানো হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি করেন নেতাকর্মীরা।