আশুলিয়ায় রেফ্রিজারেরটর ও এসির উপর ৪দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, August 24, 2024

আশুলিয়ায় রেফ্রিজারেরটর ও এসির উপর ৪দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ

 


কাওসার হোসেন :
বৈশ্বিক উষ্ণতা কমাতে রেফ্রিজারেটর ও এসির গ্যাস বাতাসে না ছাড়ার সংকল্প নিয়ে  বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর ও ইউ এন ইনভারমেন্টের যৌথ উদ্যােগে আশুলিয়ায় রেফ্রিজারেরটর ও এসির উপর ৪দিন ব্যাপি  প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। 
গত বুধবার ২১শে থেকে ২৪ আগষ্ট শনিবার ৪দিনব্যাপি আশুলিয়ার নবীনগরে সেনা অডিটোরিয়ামের পাশে বিসমিল্লাহ কনফারেন্স এন্ড কমিউনিটি সেন্টারে সাভার আশুলিয়া আর এসি অ্যাসোসিয়েশনের আয়োজনে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় ও সভাপতি সেলিম চৌধুরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক।


প্রশিক্ষক বাবুল সাইদ ও মোঃ সোলাইমান তত্বাবধানে প্রশিক্ষণ শেষে ১০০জন টেকনিশিয়ানের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়েছে।  

Post Bottom Ad

Responsive Ads Here

Pages