ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামের পটুয়াপারা এলাকায় মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম রুবেল (৩২)। তিনি একই গ্রামের খলিলের ছেলে। আজ সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেলকে মোটরসাইকেল চুরির অভিযোগে জনতা আটক করে। পরে, উত্তেজিত জনতা রুবেলকে গণপিটুনি দেয়। এতে ঐ ব্যক্তি নিহত হয়।
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল বলেন, "ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঠাকুরগাঁওয়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাবাসী বেশ উদ্বিগ্ন। পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে মত বিশেষজ্ঞদের।