কাউসার হোসেন:
আশুলিয়ার জিরানী বাজারে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে আশুলিয়ার জিরানী বাজার গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের নিউ মার্কেট এরিয়া অফিসে মৃত খাদিজা খাতুন ও রাসিদা আক্তারের স্বজনদের কাছে বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়।
এ সময় গার্ডিয়ান লাইফ ইন্সুইরেন্স এর জিরানি বাজার নিউ মার্কেট অফিসের এরিয়া অফিসের ম্যানেজার ও ইনচার্জ মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং ব্রাঞ্চ ম্যানেজার নান্নু হোসেন হৃদয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিআরএম মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, ব্রাঞ্চ ম্যানেজার সাদ্দাম হোসেন, মোহাম্মদ মিন্টু ফকির, বিশ্বনাথ চন্দ্র দাস সহ বীমাকর্মী, বীমা গ্রহিতা এবং আমন্ত্রিত অথিতি বৃন্দ।