আশুলিয়ায় ফুটপাতের হকারদের মানববন্ধন - Meghna News 24bd

সর্বশেষ


Monday, March 10, 2025

আশুলিয়ায় ফুটপাতের হকারদের মানববন্ধন

 


সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ার পুরাতন ডিইপিজেড থেকে বলিভদ্র বাজার পর্যন্ত হকারদের থেকে চাঁদাবাজি মুক্ত করা জাহাঙ্গীর মন্ডলকে জড়িয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে ফুটপাতের হকারবৃন্দ।

সোমবার (১০ মার্চ) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় পুরাতন ডিইপিজেড থেকে বলিভদ্র বাজার পর্যন্ত ফুটপাতের হকারবৃন্দর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী হকাররা জানান, বিগত হাসিনা সরকারের সময় ফুটপাতে ব্যবসায়ীদেরকে মোটা অংকের চাঁদা দিয়ে ব্যবসা করতে হতো। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঢাকা জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল এখানে কোন ধরণের চাঁদাবাজি করা হবে না এবং এখানে কেউ চাঁদাবাজি করতে আসলে ধরে পুলিশে দেয়ার নির্দেশ দেন। কিন্তু একটা অসাধু চক্র সম্প্রতি জাহাঙ্গীর মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যে ওনি এখান থেকে চাঁদাবাজি করছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যার কারণে আমরা ফুটপাতের ব্যবসায়ীরা এর প্রতিবাদ জানিয়ে আজকের এই মানব বন্ধন।

মানববন্ধনে এসময় ফুটপাতের চার শতাধিক হকার অংশগ্রহণ করেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages