নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক লৌহজং উপজেলার হাড়িদিয়া গ্রাম এলাকায় পদ্মা নদীর বাম তীরে ভাঙ্গন রক্ষার্থে বাস্তবায়নাধীন স্থায়ী তীর প্রতিরক্ষা কাজের প্যাকেজ নং: PW-07/2021-22 (চেইনেজ কিঃমিঃ ২০.৬০৫ হতে কিঃমিঃ ২১.১৫৫) এর মধ্যবর্তী অংশে নদী ক্ষেকো ফরিদুদ্দিন আকস্মিকভাবে কিছু অরসিসি পিলার নির্মাণ করেছে যা চলমান। যা নদী তীর প্রতিরক্ষা কাজের বিঘ্ন সৃষ্টি করছে। পানি আইন-২০১৩ মোতাবেক কোন ব্যক্তি, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন বাতিত চলমান নদীর ভিতরে কোন প্রকার ঘরবাড়ী, স্থাপনা বা অবকাঠামো নির্মান করিতে পারিবে না।এরপরও ক্ষমতার অপব্যবহার করে ফরিদ গং তা করেই চলেছে
এমতাবস্থায় চলমান স্থায়ী তীর প্রতিরক্ষা কাজের প্যাকেজ নং: PW-07/2021-22 (চেইনেজ কিঃমিঃ ২০.৬০৫ হতে কিঃমিঃ ২১.১৫৫) এর মধ্যবর্তী অংশে ভুমি ও নদী খেকো ফরিদ গংএর কারনে নির্মানাধীন অবকাঠামো নির্মান কাজ অনতিবিলম্বে স্থগিতকরত। উক্ত স্থাপনাসমূহ আগামী ৭ (সাত) দিনের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য অনুরোধ করেছে পানি উন্নয়ন বোর্ড। অন্যথায় চলমান তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে না ফলে উক্ত অংশে কোন প্রকার ভাংগন বা বিরুপ পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়-দায়িত্ব ফরিদ গং এর উপর বর্তাবে।
জনস্বার্থে স্থাপনাটি অপসারণের জন্য অনুরোধ জানানো হলে
মোঃ রকিবুল ইসলাম (উপ-বিভাগীয় প্রকৌশলী লৌহজং পানি উন্নয়ন উপ-বিভাগ বাপাউবো, মুন্সীগঞ্জ।)
বলেন, এটা বন্ধ না হলে খুব দ্রুত আইনী ব্যবস্থা নেওয়া হবে।