আশুলিয়ায় শহীদ আশরাফুলের পরিবারের পাশে দাড়ালেন সেচ্ছাসেবক দল নেতা মিন্টু - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, March 30, 2025

আশুলিয়ায় শহীদ আশরাফুলের পরিবারের পাশে দাড়ালেন সেচ্ছাসেবক দল নেতা মিন্টু

 


নিজস্ব প্রতিনিধি :

আশুলিয়ায় পবনারটেকে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ আশরাফুলের পারিবার কে নগদ অর্থ সহয়তা, ঈদ সামগ্রী এবং শহিদ আশরাফুলের শিশু সন্তানের লেখা পড়ার খরচের দায়দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতি দিলেন ঢাকা জেলা যুদলের সাবেক সহ সম্পাদক ও আশুলিয়া থানা সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন মিন্টু। ২৯ শে মার্চ রাতে আশুলিয়ার পবনারটেকে স্বেচ্ছাসেবক দলনেতা মিন্টু ও তার নেতাকর্মীদের সাথে নিয়ে  শহিদ আশরাফুল এর বাসায় যান। এসময় তিনি শহিদ আশরাফুলের বৃদ্ধা  মায়ের হাতে আর্থিক অনুদান, ঈদ সামগ্রী তুলে দেন ও শহিদ আশরাফুলের ৫বছর বয়সী শিশু সন্তানের পড়াশোনার সকল খরচ বহনের প্রতিশ্রুতি দেন। 

তার এমন মহতী উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন শহীদ আশরাফুলের বৃদ্ধা মা। তিনি এ সময় বলেন, দেলোয়ার হোসেন মিন্টু মত মানুষ যদি আমাদের মত আসহায় শহিদ পরিবার গুলোর পাশে দাড়াতো তবে আমাদের কষ্ট গুলো লাগব হতো, তিনি তার নেক হায়াত কামনা করেন।

এ ব্যাপারে সেচ্ছাসেবক দলের নেতা দেলোয়ার হোসের মিন্টু বলেন, আমাদের যাদের সামর্থ আছে তাদের উচিত অসহায় শহীদ পরিবার গুলোর পাশে দাড়ানো। আমি আমার নৈতিক দ্বায়িত্ববোধ থেকে শহীদ আশরাফুলের পরিবারের পাশে দাড়িয়েছি। আমি তার ছেলের পড়া শোনার দায়িত্ব নিয়েছি এবং তাদের সকল বিষয়ে আমি পাশে আছি। 



উল্লেখ্য ২০২৪ইং সালের ৫ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়া বাইপাইলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আশরাফুল ।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages