অবশেষে বিয়ে করলেন অভিনেতা জামিল ও অভিনেত্রী মন - Meghna News 24bd

সর্বশেষ


Monday, April 7, 2025

অবশেষে বিয়ে করলেন অভিনেতা জামিল ও অভিনেত্রী মন



নিজস্ব প্রতিনিধি:

অভিনেতা জামিল নিজে বিয়ের খবর নিশ্চিত করলেও তার আগেই সামাজিক মাধ্যমে তাদের বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে আনেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। এদিন রাতেই সামাজিক মাধ্যমে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন— 'আলহামদুলিল্লাহ'।

জামিলের স্ত্রী মুনও একজন ছোটপর্দার অভিনেত্রী। তারা একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন। বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পান মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। আর সেখান থেকেই তাদের পরিচয়। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন মুন। অবশেষে সংসার জীবনে প্রবেশ এ অভিনেত্রী।

বিনোদন জগতের তারকাদের পাশাপাশি ভক্ত-অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন। শুভকামনা জানিয়েছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী শাহনাজ খুশি, সালহা খানমস নাদিয়াসহ অনেকে অনেকেই।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages