রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জামায়াত কর্মী নিহত, আহত অর্ধশতাধিক - Meghna News 24bd

সর্বশেষ


Monday, April 7, 2025

রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জামায়াত কর্মী নিহত, আহত অর্ধশতাধিক



নিজস্ব প্রতিনিধি : রাজশাহীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জামায়াতে ইসলামীর তিন কর্মী নিহত হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী বাইপাস সড়কের খড়খড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামের পল্লী চিকিৎসক জুয়েল হোসেন (৪৫), চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেস সার্ভেয়ার ও একই গ্রামের নাসিম হোসেন (৪০) এবং মিজানুর রহমান

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম আরও জানান, দুর্ঘটনা কবলিত দুই বাসে শতাধিক নেতাকর্মী ছিলেন। এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। আহত আরও প্রায় ৫০ জন। দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, দু’টি বাসে করে দলের শতাধিক নেতাকর্মী প্রথমে ফরিদপুরে পৌঁছে প্রয়াত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত ও পরে পিরোজপুর পৌঁছে জামায়াতের প্রয়াত আরেক নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজশাহী বাইপাসে বাস দুটি দুর্ঘটনায় পতিত হয়েছে। নিহত ও আহতরা সকলেই জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে জানান তিনি।      

এই বিষয়ে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের গণমাধ্যম বিষয়ক মুখপাত্র, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সাবিনা ইয়াসমিন জানান, রোববার সন্ধ্যার পর দু’টি বাসে করে শতাধিক জামায়াত নেতাকর্মী চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি থেকে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হন। রাত আনুমানিক সাড়ে ১২টার রাজশাহী বাইপাস সড়কের খড়খড়ি এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়  প্রথম বাসটি সড়কের ধারে গভীর খাদে পড়ে উল্টে যায়। একই সময়ে ট্রাকটি পেছনের বাসকেও ধাক্কা মারে। এতে ৫০ জনের মতো যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা দুঃজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতের দিকে আরেকজন মারা যায়। আহতদের সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages